রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
মন্তব্য ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে, আদালতে তলব রাহুল গান্ধীকে
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৫ পিএম |

ভারত জোড়ো যাত্রার সময় ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে লক্ষ্ণৌয়ের একটি আদালত বিরোধী দলের নেতা রাহুল গান্ধীকে তলব করেছে।

মার্চ মাসের শেষ সপ্তাহে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের এমপি এমএলএ আদালতে তাকে হাজির হতে হবে। এ বিশেষ আদালতটি এমপি ও বিধায়কদের বিরুদ্ধে মামলার বিচার করে।

ভারতীয় সেনাবাহিনীর সড়ক নির্মাণ সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) সাবেক পরিচালক উদয় শঙ্কর শ্রীবাস্তব সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে মানহানির মামলা করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, রাহুল গান্ধী ২০২২ সালের ডিসেম্বরে ভারত জোড়ো যাত্রার সময় ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করেছিলেন যে অরুণাচল প্রদেশে চীনা সৈন্যরা ভারতীয় সৈন্যদের মারধর করছে।

তার এ মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দেয় এবং ব্যাপক রাজনৈতিক বিরোধের সৃষ্টি করে। এ সময় অনেক বিজেপি নেতা তাকে দেশদ্রোহী বলে অভিহিত করেন এবং রাজীব গান্ধী ফাউন্ডেশনে চীনা আতিথেয়তা ও তহবিল গ্রহণের জন্য তার পরিবারের বিরুদ্ধে অভিযোগও করেন।

তবে এসব অভিযোগ রাহুল গান্ধীকে চীন ইস্যুতে সরকারের সমালোচনা করা থেকে বিরত রাখতে পারেনি।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com