শিরোনাম: |
মুহাম্মাদপুর, আদাবর ও শেরেবাংলানগর অঞ্চলের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
|
১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগরী উত্তরের মুহাম্মাদপুর, আদাবর ও শেরেবাংলানগর অঞ্চল জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীলগণের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম। উপস্থিত ছিলেন থানা আমীরবৃন্দ যথাক্রমে মোঃ মাসুদুজ্জামান, মোহাম্মদ মশিউর রহমান, মোঃ আব্দুল হান্নান, মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবদুল আওয়াল আযম, মোঃ আল-আমিন সবুজ, মোঃ মশিউর রহমান। অঞ্চল টিম সদস্য আব্দুল ওয়াজিদ কিরন ও ডাক্তার শফিউর রহমান প্রমুখ। সমাবেশের সভাপতি ড. রেজাউল করিম বলেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতা করে অন্যের ঘাড়ে চাপানোর অপকৌশল হাতে নিয়েছে। এব্যাপারে ছাত্র-জনতাকে সচেতন থাকতে হবে। কিছুতেই তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র-চক্রান্ত নস্যাৎ করতে হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে গণ মানুষের সংগঠনে পরিণত করতে হবে। এজন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনকে মজবুত করতে হবে। এ সময় তিনি ২০২৫ সালের সাংগঠনিক পরিকল্পনা দায়িত্বশীলগণের মাঝে বুঝিয়ে দেন।
|