সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
মুহাম্মাদপুর, আদাবর ও শেরেবাংলানগর অঞ্চলের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১০ পিএম |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন বলেন, বিগত সাড়ে ১৫ বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি; নির্বাচনের নামে প্রহসন হয়েছে মাত্র। নতুন প্রজন্ম যাদের বয়স ৩০/৩৫ বছরে হয়েছে তারা এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারেনি। একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে আগে দেশ থেকে ১৫ বছরের জঞ্জাল মুক্ত করতে হবে; পাশাপাশি প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদেরকে সরাতে হবে। পতিত ফ্যাসিবাদী ব্যবস্থার মৌলিক সংস্কার করা না হলে এই নতুন প্রজন্ম  ভোট প্রদানের ব্যাপারে আশাহত হয়ে পড়বে। তাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যতটুকু মৌলিক সংস্কার হওয়া প্রয়োজন, সেই সংস্কারটুকু সম্পন্ন করেই যৌক্তিক সময়ের মধ্যে সংসদ নির্বাচন দেওয়া উচিত। 

১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগরী উত্তরের মুহাম্মাদপুর, আদাবর ও শেরেবাংলানগর অঞ্চল জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীলগণের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম। উপস্থিত ছিলেন থানা আমীরবৃন্দ যথাক্রমে মোঃ মাসুদুজ্জামান, মোহাম্মদ মশিউর রহমান, মোঃ আব্দুল হান্নান, মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবদুল আওয়াল আযম, মোঃ আল-আমিন সবুজ, মোঃ মশিউর রহমান। অঞ্চল টিম সদস্য আব্দুল ওয়াজিদ কিরন ও ডাক্তার শফিউর রহমান প্রমুখ। 

সমাবেশের সভাপতি ড. রেজাউল করিম বলেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতা করে অন্যের ঘাড়ে চাপানোর অপকৌশল হাতে নিয়েছে। এব্যাপারে ছাত্র-জনতাকে সচেতন থাকতে হবে। কিছুতেই তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র-চক্রান্ত নস্যাৎ করতে হবে। 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে গণ মানুষের সংগঠনে পরিণত করতে হবে। এজন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনকে মজবুত করতে হবে। এ সময় তিনি ২০২৫ সালের সাংগঠনিক পরিকল্পনা দায়িত্বশীলগণের মাঝে বুঝিয়ে দেন। 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com