শিরোনাম: |
জাবিতে ‘সি’ ইউনিটে আসন প্রতি ১২২ শিক্ষার্থী লড়ছেন
|
![]() বৃহস্পতিবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। আজ মোট ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে মোট ৪৩৮ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৩ হাজার ৪০১ শিক্ষার্থী। এতে দেখা যায় আসন প্রতি প্রায় ১২২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। উল্লেখ্য, গতকাল বুধবার (১২ই ফেব্রুয়ারি) ‘ডি’, ‘ই’ ইউনিট এবং আইবিএ-জেইউ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ‘ডি’ ইউনিটে নারী শিক্ষার্থীদের গড় পাসের হার ৪৪.২২ শতাংশ, ছাত্রদের গড় পাসের হার ৪১.৭০ শতাংশ। আইবিএ-জেইউ ইউনিটে ছাত্রদের পাসের হার ২৮.৫৪ শতাংশ এবং ছাত্রীদের ২৩.৬৬ শতাংশ। ‘ই’ ইউনিটের ক্ষেত্রে ছাত্রীদের গড় পাসের হার ৫২.২২ শতাংশ, ছাত্রদের গড় পাসের হার ৫০.৩৩ শতাংশ।
|