বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে তারণ্যের উৎসব ২০২৫ অনুর্ধ্ব-৮,১০,১২,১৪,১৬ ও ১৮ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন অনুর্ধ্ব-১০ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ ৬ খেলায় পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে, বালিকা অনুর্ধ্ব-১৪ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট ও বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে ওয়ারসিয়া হায়দার ৬ খেলায় পুর্ণ ৬ পয়েন্ট করে নিয়ে এক রাউন্ড আগেই স্ব-স্ব গ্রুপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। ওপেন অনুর্ধ্ব-১৮ গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। মোহাম্মদ শাকের উল্লাহ পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১৮ গ্রুপে ৫ খেলায় ৪ পয়েন্ট করে নিয়ে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১৬ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল ইসলাম ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে অমিতাভ সরকার দ্বিতীয় স্থানে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১৬ গ্রুপে ৬ খেলায় ৫ পয়েন্ট নিয়ে জান্নাতুল প্রীতি এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে জিনাত আক্তার শাহনাজ ও নীলাভা চৌধুরী যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১৪ গ্রুপে ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে আয়ান রহমান এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে খন্দকার মাহরুস মাকিল ও ঐতিজ্য বড়–য়া যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১৪ গ্রুপে চার পয়েন্ট নিয়ে করে নিয়ে ৪ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ জারিন তাসনিম, প্রজ্ঞা রায় চৌধুরী (প্রজ্ঞনা), প্রতিভা জামান ও জাওদাত রহমান নেরাজা। ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে ৬ খেলায় ৫ পয়েন্ট করে নিয়ে সাফায়েত কিবরিয়া আজান এককভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে মুহতাদি তাজওয়ার নাশিদ ও মোহাম্মদ আসাজ হক যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১২ গ্রুপে ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সিদরাতুল মুনতাহা এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে ফাইরোজ জারিফা সৈয়দা দ্বিতীয় ও চার পয়েন্ট নিয়ে মারুফা ফেরদৌসী তৃতীয় স্থানে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১০ গ্রুপে সাড়ে চার পয়েন্ট করে নিয়ে এ এল এম ওয়ায়েস ফারুকী ও আবরার রেজাউল আহনাফ মোহাম্মদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে সাড়ে চার পয়েন্ট নিয়ে জোয়েনা মেহবিশ দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে ৪ খেলায় সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে আজান মাহমুদ ও আইলান আফনান তাজওয়ার যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-৮ গ্রুপে ৩২ পয়েন্ট করে নিয়ে খন্দকার মুখমাতুন মওলা ও আলিসা হায়দার যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ৩-০০ (তিন) টা হতে সকল গ্রুপের শেষ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।