সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
বসন্ত উৎসবে রঙনি ইউনিভার্সিটি অব বাংলাদশে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১২ পিএম |

“ফাগুনরে রঙে রাঙয়িে দইে প্রাণ, গানে আর আনন্দে বরণ করি বসন্তরে আহ্বান!”এই প্রতপিাদ্যকে ধারণ করে স্টটে ইউনভার্সটিি অব বাংলাদশে (এসইউব)-এর কালচারাল ক্লাবরে আয়োজনে অনুষ্ঠতি হলো বসন্ত উৎসব ১৪৩১ গতকাল (১২ ফব্রেুয়ারি ২০২৫, বুধবার) রাজধানীর র্পূবাচলে অবস্থতি বশ্বিবদ্যিালয়রে ক্যাম্পাসে বসন্তবরণ উৎসবরে আয়োজন করা হয়। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে শিক্ষর্থীদরে পরবিশেনায় নৃত্য, সংগীত ও আবৃতি প্রাণচঞ্চল হয়ে ওঠে ক্যাম্পাস। অনুষ্ঠানরে সভাপতত্বি করনে স্টটে ইউনভার্সটিরি উপার্চায (মনোনীত) অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোসনে খান। অনুষ্ঠানে উপস্থতি ছলিনে বশ্বিবদ্যিালয়রে রজেস্ট্রিার ড. আহমদে হুসাইন এবং সনিয়ির ডপেুটি রজেস্ট্রিার ফারহানা শারমনি। অনুষ্ঠান সঞ্চালনার দায়ত্বিে ছলিনে, র্জানালজিম, কমউিনকিশেন এ্যান্ড
মডিয়িা স্টাডজি বভিাগরে প্রভাষক, কথা নাহয়িান। অনুষ্ঠানে সভাপতরি বক্তব্যে ভসিি স্যার বলনে, “আজকরে এই উৎসব আমাদরে শক্ষার্থীদরে সৃজনশীলতা ও ঐক্যবদ্ধতাকে তুলে ধর। এই আনন্দময় অনুষ্ঠানে প্রত্যক্ষ করা যায়, কভিাবে আমাদরে ক্যাম্পাস সংস্কৃতি ও শল্পৈকি উৎর্কষতায় র্সবদা অগ্রসর। বসন্তরে এই মার্ধুযে আমাদরে ছাত্র-ছাত্রীদরে উদ্যম ও সৃজনশীলতা অনন্য, যা আমাদরে বশ্বিবদ্যিালয়রে র্গব।”
রজেস্টিার স্যাররেও উক্তি ছলি উদ্দীপনাময়। তনিি বলনে, “এই উৎসবে শিক্ষার্থী, শক্ষিক ও র্কমচারীদরে একত্রতি অংশগ্রহণ আমাদরে বশ্বিবদ্যিালয়রে সাংস্কৃতকি জীবনরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন কর।
শিক্ষার্থীরা তাদরে প্রতভিা ও সৃজনশীলতার মার্ধুযে এই অনুষ্ঠানরে প্রতটিি মুর্হূতকে র্স্বণছড়া করে তুলছে। সকাল থকেইে শিক্ষার্থীরা বাহারি রঙরে পোশাকে সজেে উৎসবস্থলে ভড়ি জমাতে শুরু কর। নাচ, গান, কবতিা
আবৃতসিহ নানা আয়োজনে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠ। বশিষে আর্কষণ হসিবেে ছলি আদবিাসী শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরবিশেনা, যা উপস্থতি র্দশকদরে মুগ্ধ কর। অনুষ্ঠানে বশ্বিবদ্যিালয়রে বভিন্নি অনুষদরে সদস্য, ডনি, বভিাগীয় প্রধান, র্কমর্কতা ও প্রায় দুই হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করনে। এই আনন্দদায়ক অনুষ্ঠানে আমন্ত্রতি অতথিরিাও প্রশংসা করনে বশ্বিবদ্যিালয়রে সাংস্কৃতকি র্কমকাণ্ড ও শিক্ষার্থীরা সৃজনশীলতা, যা শক্ষিাপ্রতষ্ঠিানরে সাফল্যরে অন্যতম মাইলফলক হসিবেে ববিচেতি হয়।

স্টটে ইউনভার্সটিি অব বাংলাদশে সাংস্কৃতকি র্কমকাণ্ডরে মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল বকিাশে র্সবদা অগ্রণী ভূমকিা রাখছ।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com