শিরোনাম: |
মেলায় এসেছে নাওফাত ইউসুফ ইউশার উপন্যাস ফ্লোরিনা
|
![]() জীবন সংগ্রাম ও মরণঘাতী ক্যানসার মোকাবিলা এবং বন্ধুদের নিয়ে এগিয়ে যাওয়ার গল্প এটি। ফ্লোরিনা তার শখ ও সুপ্ত প্রতিভাকে প্রকাশে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এটি একটি ট্র্যাজেডী উপন্যাস। প্রকাশ করেছে ঝিঙেফুল প্রকাশনী। একুশে বইমেলার শিশু চত্বরে ৯০০ নং স্টলে এটি পাওয়া যাবে। ফ্লোরিনা বইটি লেখক তার বাবা কবি ও কলামিস্ট বোরহানউদ্দীন ইউসুফকে উৎসর্গ করেছেন। উল্লেখ্য ইউশার প্রথম গ্রন্থ ‘এলিয়েন বন্ধু জেডএক্স স্পেস ওয়াইটি’ ২০২২ সালে বইমেলায় প্রকাশিত হয়। তখন সে নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পায়।
|