সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ আটক ১০৫
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২১ পিএম |

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে আটক  করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (১৬ ফেব্রুয়ারি)  অপ্স সাপুর মাধ্যমে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১০৫ অভিবাসীকে আটক করা হয়।

সোমবার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট এবং জোহর জেআইএমের সুলতান ইস্কান্দার ভবনে অভিযান চালানো হয়।

পরিচালক জানান, ওই দেশের জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বৈধ পাস বা পারমিট ছাড়া শেয়ার্ড হাউস বন্দোবস্তে বসবাসকারী বিদেশীদের সম্পর্কে এ অভিযান চালানো হয়। এ সময় মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে ৭৭ বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ১৬ পুরুষ ও ৭ মহিলা, মায়ানমারের ২, পাকিস্তানি ২ এবং ১ ভারতীয়সহ মোট ১০৫ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

তিনি জানান, আটক অভিবাসীরা মালয়েশিয়ায় থাকার জন্য কোনও বৈধ পাস বা পারমিট না থাকার কারণে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) ধারার ৬(১)(সি) অধীনে অপরাধ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ১৫ (১) (গ) ধারার অধীনে অতিরিক্ত সময় ধরে থাকার জন্য তাদের আটক করা হয়। আটকদের আরও তদন্ত এবং ব্যবস্থা নিতে পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

পরিচালক বলেন, বৈধ ভ্রমণ নথি, পাস বা ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশী কর্মী নিয়োগকারী, নিয়োগকর্তা ও প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এ বিষয়ে জিআইএম জোহর কোনও আপস করবেন না বলেও জানিয়েছেন পরিচালক।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com