সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
শিরোনাম: প্রত্যাহারের জন্য সুপারিশকৃত রাজনৈতিক মামলার তালিকা প্রকাশের সিদ্ধান্ত      সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে - কায়সার কামাল      ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ      দ্রুতই জুলাই সনদ তৈরি হবে - আলী রীয়াজ      রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ''উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক''      সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে - ফয়জুল করীম      স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ      
রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাসের রাজকীয় বিদায়
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৮ পিএম |

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাস কে রাজকীয় বিদায় দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে গত ১৯ ফেব্রয়ারি ২০২৫ বুধবার কলেজ মিলনায়তনে এক হৃদয়গ্রাহী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ধসঢ়;ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, উপপরিচালক এবং পরিচালক (অ.দা) লিগ্যাল অ্যান্ড প্রটোকল মো. মিজানুর রহমান।

প্রধান অতিথি বলেন, “কাজ মানুষকে খালি হাতে ফেরায় না, কাজ মহিমান্বিত করে, মর্যাদার আসনে অভিসিক্ত করে।” শত কর্মব্যস্ততা রেখে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া যোগ দেন অনুষ্ঠানে । তাঁর উপস্থিতি ছিল এক নিখাদ মানবিক অনুভূতির বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, একজন কর্মী, যার প্রতিদিনের দায়িত্ব নিঃশব্দে প্রতিষ্ঠানটিকে সাজিয়েছে, আজ তার অবদানকে স্বীকৃতি দিয়ে প্রমাণ করা হলো যে, কাজের মর্যাদা কেবল পদমর্যাদার ওপর নির্ভর করে না।
রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পুষ্প রাণীর বিদায়ের মুহূর্তে সৃষ্টি হয় এক অপূর্ব আবেগঘন দৃশ্য। চোখের কোণে লুকিয়ে থাকা অশ্র, সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা, এবং সেই অমোঘ ভালোবাসা যেন এক নিঃশব্দ সাক্ষ্য হয়ে থাকলো তার কর্মজীবনের প্রতিটি বাঁকে বাঁকে। তাকে বিশেষ সম্মানে প্রাইভেটকারে করে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আয়োজনও ছিল এক চমৎকার মানবিকতার নিদর্শন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com