
শেরপুরের শ্রীবরদী'র কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ। অফিস সহকারী নুর ইসলাম ও সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সভাপতি মোদাব্বের হোসেন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবরীকুড়া একে উচ্চ বিদ্যালের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, হাসধরা হালিমা আহসান টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কেএম ফারুক, হযরত আলী মালেকুন্নেছা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছামাদ, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি ইসমাইল হোসেন, যুব দলের সভাপতি আনোয়ারুল ইসলাম রানা, গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসান, অভিভাবক সদস্য শওকত হোসেন সোহাগ। দশম শ্রেণির শিক্ষার্থী নব কিশোর রায় ভাস্কর, জায়েদ ইকবাল জিহান,. আঁখি আক্তার, নাফিজা নাসরিন,হ্যাপী, ৮ম শ্রেণির শিক্ষার্থী শিফাত আল হামজা প্রমুখ। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।