শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম: ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোকবার্তা      প্রধান উপদেষ্টা আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক আক্রান্ত      হজে গিয়ে ২২ বাংলাদেশির মৃত্যু      এপ্রিলে নির্বাচন হলে বিএনপির অবস্থান কী হবে - প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল      করোনার নতুন ধরনে সতর্কতা: শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৫ নির্দেশনা      সন্ধ্যায় ম্যাচ, দুপুরের আগেই জনসমুদ্র স্টেডিয়াম এলাকা      
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৬ ‘‘অভিবাসীকে গ্রেফতার’’
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১১:০৬ এএম |

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ের একটি অভিবাসী বসতিতে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এ অভিযান চালায়।

এক বিবৃতিতে জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, কাজাং এর আশেপাশে এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো ও ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশন, এটিআইপিএসওএম, এএমএলএ প্রিভেনশন ডিভিশন, ইন্টিগ্রিটি ডিভিশন, জেআইএম পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের বিভিন্ন পদের ১১৬ কর্মকর্তা এ অভিযান চালায়।

দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘এ অভিযানে ১৩৫ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৯৬ জনকে গ্রেফতার করা হয়, যাদের বয়স ২০ থেকে ৬৯ বছরের মধ্যে। গ্রেফতারকৃতরা বাংলাদেশ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক।

ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনের অধীনে অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দাতুক জাকারিয়া শাবান। তিনি বলেন, ‘পরবর্তী পদক্ষেপের জন্য সকল গ্রেফতারকৃতদের কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com