সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
শিরোনাম: প্রত্যাহারের জন্য সুপারিশকৃত রাজনৈতিক মামলার তালিকা প্রকাশের সিদ্ধান্ত      সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে - কায়সার কামাল      ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ      দ্রুতই জুলাই সনদ তৈরি হবে - আলী রীয়াজ      রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ''উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক''      সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে - ফয়জুল করীম      স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ      
নারায়ণগঞ্জে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৪:০৮ পিএম |

সালমা বেগম স্মৃতি পাঠাগার ফুটবল টুর্নামেন্টে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার নারায়ণগঞ্জ বন্দর কল্যান্দী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে শিরোপা লড়াইয়ে তারা ১-০ গোলে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ম্যাচের ৫ মিনিটে জয়সূচক গোল করেন হাসান। 
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কর কমিশনার জহিরুল ইসলাম খান ও পাপ্পু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালমা বেগম স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তফা সাইফুল ইসলাম বাদল।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে যথাক্রমে ৩২ ও ২৪ ইঞ্চি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। এছাড়া ব্যক্তিগত নৈপুণ্যে দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের হাসান। উল্লেখ্য এ টুনামেন্টে জেলার ২০টি দল অংশগ্রহণ করে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com