সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
শিরোনাম: প্রত্যাহারের জন্য সুপারিশকৃত রাজনৈতিক মামলার তালিকা প্রকাশের সিদ্ধান্ত      সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে - কায়সার কামাল      ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ      দ্রুতই জুলাই সনদ তৈরি হবে - আলী রীয়াজ      রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ''উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক''      সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে - ফয়জুল করীম      স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ      
সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ১১:১৪ এএম |

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে গেল সোমবার থেকে শুরু হওয়া ‘সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন— ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. জাহিদুর রহিম। এছাড়া লেডিস গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন— শারমিন জাহাঙ্গীর, বেস্ট গ্রোসে সেরা হয়েছেন শায়লা আহসান আর রানার-আপ হয়েছেন জ্যোস্না আরা নীলা। জুনিয়র গ্রুপে বিজয়ী হয়েছেন— খান ফারহান আহমেদ। বেস্ট গ্রোসে সেরা হয়েছেন রায়িম আল মাবরুক।

ভ্যাটার্ন গ্রুপে বিজয়ী হয়েছেন ইউং কমান্ডার (অবঃ) এম. সাইফুল ইসলাম। আর বেস্ট গ্রোসে সেরা হয়েছেন কর্নেল (অবঃ) মোহাম্মদ আমিনুল ইসলাম। সিনিয়র গ্রুপে বিজয়ী হয়েছেন— ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জি এম কামরুল ইসলাম, বেস্ট গ্রোসে সেরা হয়েছেন মেজর (অবঃ) মো. আরমান আলী ভূঁইয়া আর রানার্স-আপ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু সোহেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ (ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পরিচালক এস এম নুরুল আলম রেজভী ও আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সৈয়দ আহমেদ আলী (পিবিজিএম, এনডিসি)।

এবারের এই প্রতিযোগিতায় দেশি ও বিদেশি ৮ শতাধিক অ্যামেচার গলফারের অংশগ্রহণ করেন। যেখানে ৪৮০ জন ছিলেন রেগুলার গলফার, ৭৬ জন ছিলেন ভ্যাটার্ন, ২০৬ জন ছিলেন সিনিয়র, ৪২ জন ছিলেন লেডিস আর ১৬ জন জুনিয়র। তার মধ্যে মোট ২৩ জনকে পুরস্কৃত করা হয়।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com