মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে অনুষ্ঠানরত বিশ^ জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ৬ খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৪ পয়েন্ট অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ৬ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেছেন। গতকাল (রোববার) অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া নরওয়ের আন্তর্জাতিক মাস্টার ভেলয় আকসেল বু-কে পরাজিত করেন। ফিদে মাস্টার তাহসিন সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার ভেলয় আকসেলের নিমজো-ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলেন। ২২ নং চালের পর ফিদে মাস্টার তাহসিনের অবস্থান ভালো হয়ে যায়, ২৪ নং চালে আন্তর্জাতিক মাস্টার ভেলয় আকসেল ভুল চাল দিলে, ফিদে মাস্টার তাহসিন জয়ের অবস্থানের যান এবং ২৮ নং চালে জয়ী হন। ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ইতালির ফিদে মাস্টার ক্যাসাদিও নিকালির সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার ক্যাসাদিও নিকালির ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলেন। এ্যাডভান্স বিশ্লেষণ ধারার এ খেলায় আন্তর্জাতিক মাস্টার নীড় ৫৮ চালের মাথায় ড্র করেন। এর আগে গত শনিবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় উজবেকস্তানের মাতইয়াকুবোভ মিরাজিজকে ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ওয়েলস এর কেভ আইওয়ানকে পরাজিত করেন। আজ (সোমবার) সপ্তম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আজারবাইজানের আন্তর্জাতিক মাস্টার তালিবোভ শিরোগলানের সাথে ও আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় মন্টিনিগ্রোর ফিদে মাস্টার জুরোভিক পিকোর সাথে খেলবেন।
সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০। e-mail: [email protected], web: 71sangbad.com