সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
শিরোনাম: প্রত্যাহারের জন্য সুপারিশকৃত রাজনৈতিক মামলার তালিকা প্রকাশের সিদ্ধান্ত      সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে - কায়সার কামাল      ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ      দ্রুতই জুলাই সনদ তৈরি হবে - আলী রীয়াজ      রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ''উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক''      সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে - ফয়জুল করীম      স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ      
টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি - কিছু করার নেই বলছে বিসিবি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১০:৫৭ এএম |

বিপিএল শেষ হয়েছে মাস পেরিয়েছে। তবে এই আসর নিয়ে এখন বিতর্ক থামেনি। সবশেষ বিপিএলে চিটাগং কিংসের মেন্টর হিসেবে কাজ করেও টাকা না পাওয়ার অভিযোগ এনেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। যা নিয়ে বিসিবিপ্রধান ফারুক আহমেদকেও চিঠি দিয়েছেন তিনি। এতে কাজ না হলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছেও চিঠি দিবেন বলে জানিয়েছেন এই পাকিস্তানের সাবেক অধিনায়ক।

এই অবস্থায় বিসিবিপ্রধান, আফ্রিদির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও টাকা পাইয়ে দেওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। ফারুক আহমেদ জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর শুভেচ্ছাদূতের চুক্তিতে বিসিবির সংশ্লিষ্টতা থাকে না। যে কারণে স্বাভাবিকভাবেই এ বিষয়ে বিসিবিরও কিছু করার নেই। লাহোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের পর এসব কথা বলেছেন বিসিবিপ্রধান।

আফ্রিদির বকেয়া নিয়ে ফারুক বলেন, ‘বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত নই। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ড্রাফটের খেলোয়াড়দের চুক্তিতে বোর্ডের সংশ্লিষ্টতা থাকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন দল কাকে কীভাবে আনছে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার।

অবশ্য বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও আফ্রিদির টাকা আদায়ে চিটাগং কিংসের মালিককে অনুরোধ করার কথা জানিয়েছেন তিনি। বলেন, ‘আফ্রিদির ক্ষেত্রে আমরা শুধু অনুরোধ করতে পারি, কারণ এটার কোনো আইনি ভিত্তি নেই, কিসের ভিত্তিতে আমরা বলব! আমরা অনুরোধ করতে পারি এবং ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের পারে আরও সতর্ক হতে পারি। আগামী বছর বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খোঁজার ক্ষেত্রে ভিন্ন কিছুই হবে।

এদিকে গত রোববার (২ মার্চ) পাকিস্তানের একটি অনলাইন পোর্টালে আফ্রিদি দাবি করেছেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। কালকে দেব, দুই দিন পর দেব- এসব বলে বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com