শিরোনাম: |
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক কে হচ্ছেন - যা জানালেন বিসিবিপ্রধান
|
![]() কে হতে পারেন বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক? লিটনই থাকছেন নাকি টি-টোয়েন্টিতে নতুন কাউকে দেখা যাচ্ছে। এ ব্যাপারে বিসিবির ভাবনা কি। মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেসব নিয়েই কথা বলেছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ। টি-টোয়েন্টির অধিনায়ক নিয়ে ফারুক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (কে অধিনায়ক)। ইতিমধ্যে দু–একজন টি–টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্বে)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে দল। এখন আগামী ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে ভাবতে হচ্ছে দলকে। যা নিয়ে ফারুক বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম–সাকিব–মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।
|