সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
স্বাধীনতা দিবস দাবায় ফি‌দে মাস্টার সুব্রত অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ২:২০ পিএম |

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত "স্বাধীনতা দিবস র‌্যা‌পিড রেটিং দাবা প্রতি‌যো‌গিতা-২০২৫" এ ৭ খেলায় পূর্ণ ৭ প‌য়েন্ট পে‌য়ে ফি‌দে মাস্টার সুব্রত বিশ্বাস  অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে‌ছেন। সমান খেলায় ৬ প‌য়েন্ট ক‌রে পে‌য়ে টাইব্রেকিং‌য়ে আন্তর্জা‌তিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগর অপরা‌জিত রানারআপ, দে‌লোয়ার হো‌সেন তৃতীয় এবং ফি‌দে মাস্টার মো: জা‌বেদ চতুর্থ হ‌য়ে‌ছেন। বাংলাদেশ দাবা ফেডা‌রেশ‌নের সহ‌যো‌গিতায় গতকাল ৮ মার্চ, শ‌নিবার উত্তরাস্থ ব‌্যাংকার্স ক্লাব অব বাংলা‌দে‌শের  ম‌্যা‌জে‌স্টিক হলরু‌মে ‌দিনব‌্যাপী অনু‌ষ্ঠিত এই প্রতি‌যো‌গিতায় ১ জন আন্তর্জা‌তিক মাস্টার, ৭ জন ফি‌দে মাস্টার এবং ৬ জন ক‌্যা‌ন্ডি‌ডেট মাস্টার সহ সারা দেশ থে‌কে ১২১ জন দাবাড়ু  অংশগ্রহণ ক‌রেন। খেলা শে‌ষে বি‌কেল ৫ টায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লা‌বের প্রতিষ্ঠাতা সভাপ‌তি রাহাত হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বিজয়ী‌দের ম‌ধ্যে পুরস্কার বিতরণ ক‌রেন ঢাকা মহানগর উত্তর বিএন‌পি'র সম্মা‌নিত সদস‌্য স‌চিব মোস্তফা জামান। মাহ‌দি বিল্ডা‌র্সের ব‌্যবস্থাপনা প‌রিচালক মো: র‌ফিকুল ইসলাম বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে অন‌্যা‌ন্যের মধ‌্য উপ‌স্থিত ছি‌লেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লা‌বের সাধারণ সম্পাদক মো: মঞ্জুর আলম, ব‌্যাংকার্স ক্লাব বাংলা‌দেশ লি‌মি‌টে‌ডের সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম ফ‌কির পিন্টু।

প্রতি‌যো‌গিতায় সা‌ড়ে পাঁচ প‌য়েন্ট ক‌রে পে‌য়ে টাইব্রেকিং‌য়ে পঞ্চম থে‌কে একাদশ হ‌য়ে‌ছেন যথাক্রমে ফি‌দে মাস্টার মো: শরীফ হো‌সেন, নিলয় দেবনাথ, ফি‌দে মাস্টার সাকলাইন মোস্তফা সা‌জিদ, ক‌্যান্ডি‌ডেট ম‌স্টিার মাহতাবউদ্দিন রবীন, ক‌্যা‌ন্ডি‌ডেট মাস্টার জামাল উদ্দিন, অনতা চৌধূরী এবং ক‌্যা‌ন্ডি‌ডেট মাস্টার মাসুম হো‌সেন। ৫ প‌য়েন্ট পে‌য়ে ফি‌দে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম দ্বাদশ হ‌য়ে‌ছেন। বি‌ভিন্ন ক‌্যাটাগ‌রি‌তে পুরস্কার পান ক‌্যা‌ন্ডি‌ডেট মাস্টার সো‌হেল চৌধুরী, সিয়াম চৌধুরি, এ বি বা‌প্পি, মুহতা‌দি তা‌জোয়ার না‌শিদ, ম‌হিলা ক‌্যা‌ন্ডি‌ডেট মাস্টার  নীলাভা চৌধু‌রি, আলী ফাইরোজ ‌মে‌হেদাদ, বিজয় কুমার পাল এবং মো: আদিল আহনাফ নও‌রোজ।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com