শিরোনাম: |
এপ্রিলে লংকায় যাচ্ছে ''বাংলাদেশ''
|
![]() অর্ধ মাসব্যাপী সফর শুরু হবে ২৪ এপ্রিল। ওয়ার্ম আপ ম্যাচের পর ২৬ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে। দুদিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। লংকার হাম্বানটোটায় বসবে সব ম্যাচ। খেলা কখন শুরু হবে, সেই সময় এখনও নির্ধারণ করা হয়নি। আগামী বছরের শুরু দিকে জিম্বাবুয়ে ও নাবিবিয়ায় আসর বসার কথা আছে যুব বিশ্বকাপের। নিজেদের প্রস্তুতির কাজ লংকা সফর থেকেই শুরু করে দিচ্ছেন জুনিয়র টাইগাররা।
|