শিরোনাম: |
ইটভাটায় মোবাইল কোর্ট বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
মোহাম্মদ ইমদাদুল হক মিলন মাদারীপুর প্রতিনিধি
|
![]() বিক্ষোভ সমাবেশ শেষে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। বিক্ষোভ সমাবেশে ইটভাটা মালিকরা বলেন, বাংলাদেশের ইটভাটা মালিকরা বিগত ৩৫/৪০ বছর ধরে অনেক প্রতিকুলতার মধ্যদিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। বিদ্যমান জিগজাগ ভাটায় আরও অধিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে। বক্তারা আরো বলেন, জিগজাগ ইটভাটায় কোনো প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না, হলে আমরা ভ্যাট ট্যাক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হব। কোনো ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে। ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে। বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মাদারীপুর জেলা সভাপতি, মো: দেলোয়ার হোসেন তালুকদার, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাধারণ সম্পাদক মিলন চৌধুরী, রহিম খানসহ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
|