সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
আলোচিত চার সিনেমা ঈদুল ফিতরে মুক্তির তালিকায়
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৪১ এএম |

বিগত কয়েক বছরের পরিসংখ্যান বলছে ঢালিউডের অধিকাংশ নির্মাতা ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দিয়ে থাকেন। কেননা, ঈদ এলেই প্রেক্ষাগৃহে দর্শক সমাগম ঘটে। তাই ব্যবসায়িক সাফল্যের আশায় পরিচালক-প্রযোজকরাও মুখিয়ে থাকেন ঈদে সিনেমা মুক্তি দিতে। 

যার ফলে দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লুক, টিজার, ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন। এতে করে বছর জুড়ে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতিবছর দুই ঈদে চাঙ্গা হয়ে ওঠে!

আসন্ন ঈদুল ফিতরের সিনেমাগুলো নিয়ে বরাবরের ন্যায় একইভাবে মাতামাতি হচ্ছে। ঘোষণা দিয়ে ঈদে মুক্তির অপেক্ষা করছে যে সিনেমাগুলো- তারমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’। এছাড়াও ঈদুল ফিতরের মুক্তির অপেক্ষায় জংলি, দাগি এবং জ্বীন ৩-এর মতো সিনেমা।

সংশ্লিষ্টদের অভিমত, এই চারটি সিনেমা এখনো পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রিন সিগন্যাল না পেলেও এগুলো নিশ্চিত মুক্তি পাবে! শেষ সময়ে সিনেমাগুলোর শুটিং শেষে পোস্ট প্রডাকশন চলছে।

ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহের তুঙ্গে শাকিব খান অভিনীত ছবি। এটির নাম ‘বরবাদ’, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম ছবি।

কদিন আগে এর টিজার প্রকাশ করে দেশ-বিদেশে হইচই ফেলে দিয়েছেন শাকিব। যেখানে শাকিবের লুক ও অ্যাকশন সোয়াগে বুঁদ হয়ে দর্শকরা বলিউড এবং ভারতের সাউথের সিনেমার স্বাদ পেয়েছেন! পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন ‘বরবাদ’ নিয়ে।

তারা বলছেন, গেল আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর হলগুলো দর্শক খরায় ভুগছিল। ‘বরবাদ’ দিয়ে ঈদে আবারও দেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন জেগে উঠবে। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে এই সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত।

মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা হচ্ছে এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ, বুবলী এবং দীঘি অভিনীত ‘জংলি’। সিনেমাটির প্রকাশিত লুকে নজর কেড়েছেন নায়ক সিয়াম। প্রিন্স মাহমুদের মিউজিকে তাহসান ও আতিয়া আনিশার গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি গানও ইতিমধ্যে প্রকাশিত। ধারণা করা যাচ্ছে, আগামীতে টিজার ও বাকি গানগুলো দিয়ে আলোচনা তৈরি করবে ‘জংলি’। সেই সঙ্গে বছর তিনেক আগে ‘শান’ বানিয়ে দর্শকদের কিছুটা আস্থা অর্জন করেছেন পরিচালক রাহিম। দর্শকদের প্রত্যাশা, পরিচালক রাহিম তার দ্বিতীয় সিনেমাতেও চমক দেখাবেন। পাশাপাশি ‘জংলি’ দিয়ে চিত্রনায়কের সিয়াম আহমেদের দারুণ কামব্যাক হতে পারে!

২০২৩ সালের ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েই সাফল্য পেয়েছিলেন আফরান নিশো। এরপর থেকেই প্রায় দু-বছর নিশো সিনেমায় মিসিং ছিলেন। 

এবার ঈদে তিনি শিহাব শাহীনের হাত ধরে নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে ফিরছেন। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা, আরও আছেন সুনেরাহ বিনতে কামাল। কদিন আগে শুটিং শেষ হলেও সিনেমাটির কোনো লুক কিংবা গান, টিজার প্রকাশিত হয়নি। নিশো ভক্তরা যা দেখার জন্য মুখিয়ে আছেন। 

বলা যায়, ঈদের সিনেমার মধ্যে অন্যতম চমক দেখাতে এগিয়ে থাকবে ‘দাগি’। সিনেমা সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন, ২০২৩ সালে ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’-এর যে দ্বৈরথ ছিলো, তার পুনরাবৃত্তি হতে পারে ‘বরবাদ’ এবং ‘দাগি’র মাধ্যমে।

ভৌতিক সিনেমা ‘জ্বীন ৩’ আনছে জাজ মাল্টিমিডিয়া। সংশ্লিষ্টদের দাবি, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’- সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। ‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ইতোমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট প্রডাকশন চলছে। 

সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে পোস্টারটি প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, সাদা বস্তায় বন্দি একটি শিশু, যার চোখ সাদা। একেবারে জল জল করছেন। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুন্ডুলি। পোস্টারে উল্লেখ আছে এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল, নাদের চৌধুরীসহ অনেকে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com