সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিল পুলিশ
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:০১ পিএম |

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাছে কদম ফোয়ারা মোড় থেকে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের সরিযে দিয়েছে পুলিশ। এতে করে ওই এলাকার সড়কে পুনরায় যানচলাচল শুরু হয়েছে।


বুধবার দুপুর ১টার দিকে প্রতিবন্ধী শিক্ষকদের রাস্তা থেকে সরিযে দেয় পুলিশ।

এর আগে, দুপুর সাড়ে ১২টা থেকে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করছিলেন পুলিশ। এছাড়া, পুলিশের পক্ষ থেকে তাদের কয়েকজন প্রতিনিধিকে ডাকা হয় প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি পৌঁছে দিতে। কিন্তু এতে কোনোভাবেই রাজি হননি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। 

এদিকে, শিক্ষকদের অবস্থানের কারণে সড়কে যানজটের পরিমাণ বাড়তে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্যারিকেড তৈরি করে তাদের ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশকে কোনো লাঠিচার্জ করতে দেখা যায়নি। পরে যানচলাচল শুরু হয়।


এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। তখন সড়ক দখল করে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েন তারা। এতে সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। 

উল্লেখ্য, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের দাবিগুলো হলো হচ্ছে, অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করা; সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে; বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা তিন হাজার টাকা নিশ্চিত করতে হবে; শিক্ষার্থীদের মিডডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com