শিরোনাম: |
বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাই ভাতিজার দ্বারা আক্রমনে স্বীকার ষাট বছরের বৃদ্ধ।
সাইফুল ইসলাম মানিক নীলফামারী ।
|
![]() ৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মন্থনা ডাঙ্গাপাড়ায় এঘটনা ঘটে । সরেজমিনে গেলে জানা যায়, ভাই আতিয়ার রহমান ও ভাতিজা আবু বক্করের সাথে বসত ভিটা নিয়ে বিরোধ খায়রাত হোসেনের সেখানে পাকাঘর নির্মান করার সময় ঘর নির্মানকে কেন্দ্র করে ডাংমারে স্বীকার হন খয়রাত হোসেন,পরে তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা সেখানে বেশকিছু দিন ভর্তি থেকে চিকিৎসা নেন তিনি ,নাক এবং কান দিয়ে রক্ত বের হওয়ায় কয়েকটি পরিক্ষা দেন কর্তব্যরত চিকিৎসক ।ভুক্তভুগী খয়রাত জানান প্রতিবছরে বছরে তাকে ও তার পরিবারকে হেনস্থা করেন অভিযুক্ত আবু বক্করের পরিবার এই অত্যাচার থেকে মুউক্তি পেতে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহোযোগীতা চান তিনি । উক্ত ঘটনায় ভাতিজা আবু বক্করের পরিবারে দুজন সদস্য গুরতর আহত না হলেও প্রতিপক্ষকে হয়রানী করতে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন। এবিষয়ে অভিযুক্ত আবু বক্করের কাছে জানতে চাইলে ঘটনার বর্ননা দেন তিনিসহ তার পরিবার। তারা বলেন আমরা কেলেঙ্কার চাইনা এটার একটা সুষ্ট সমাধান চাই । এদিকে উক্ত ঘটনার বিষয়ে প্রতিবেশীরা জানান পুর্বে থেকে তাদের এই বিরোধ চলছে তারেই অংশ হিসেবে এঘটনা ঘটেছে ঘটনার সত্যতা বিষয়ে জানতে চাইলে ডাংমারের কথা স্বীকার করেন তারা।
|