সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
মাদারীপুরে শনিবার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে
চায়না শেখ মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১১:২১ এএম |

মাদারীপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫০০টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৭৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (১২ মাচ) দুপুরে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সভায় মেডিকেল অফিসার ডা. সরদার মোহাম্মাদ খলিলুজ্জামান জানান,  ছয় মাসের কম ও পাঁচ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো যাবে না। ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর কারণে শিশু রাতকানা রোগের পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা থেকে রক্ষা পায়। এ ছাড়া ভিটামিন 'এ' শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়ারিয়া, আমাশয়, কলেরা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, টাইফয়েডসহ বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। তা ছাড়া ভিটামিন 'এ' শিশুর ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও হামজনিত জটিলতা হ্রাস করে।

ক্যাপসুল খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় এড়িয়ে চলার পরামর্শ দিয়ে মেডিকেল অফিসার ডা. সরদার মোহাম্মাদ খলিলুজ্জামান বলেন, ভিটামিন 'এ' ক্যাপসুল অবশ্যই মাঠকর্মী অথবা স্বেচ্ছাসেবক খাওয়াবেন। কোনো অবস্থাতেই অভিভাবক কিংবা শিশুর হাতে দেওয়া যাবে না। কান্নারত অবস্থায় কিংবা জোর করে শিশুকে ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। সবগুলো ভিটামিন 'এ' ক্যাপসুল একসঙ্গে কেটে রাখা যাবে না। ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ভেতরের সম্পূর্ণ তরল শিশুকে খাওয়াতে হবে। কোনোভাবেই পুরো ক্যাপসুল শিশুকে খাওয়ানো যাবে না।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার কানিজ ফারহানা রহমান রেশমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা ও প্রশিক্ষণ কর্মকর্তা ওমর ফারুক, মৈত্রী মিডিয়ার সভাপতি মাহবুবর রহমান বাদল, সিনিয়র সাংবাদিক বোরহানুস সুলতান, বেলাল খান, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলন সহ অন্যরা।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com