শিরোনাম: |
মাদারীপুরে শনিবার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে
চায়না শেখ মাদারীপুর প্রতিনিধি
|
![]() সভায় মেডিকেল অফিসার ডা. সরদার মোহাম্মাদ খলিলুজ্জামান জানান, ছয় মাসের কম ও পাঁচ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো যাবে না। ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর কারণে শিশু রাতকানা রোগের পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা থেকে রক্ষা পায়। এ ছাড়া ভিটামিন 'এ' শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়ারিয়া, আমাশয়, কলেরা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, টাইফয়েডসহ বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। তা ছাড়া ভিটামিন 'এ' শিশুর ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও হামজনিত জটিলতা হ্রাস করে। ক্যাপসুল খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় এড়িয়ে চলার পরামর্শ দিয়ে মেডিকেল অফিসার ডা. সরদার মোহাম্মাদ খলিলুজ্জামান বলেন, ভিটামিন 'এ' ক্যাপসুল অবশ্যই মাঠকর্মী অথবা স্বেচ্ছাসেবক খাওয়াবেন। কোনো অবস্থাতেই অভিভাবক কিংবা শিশুর হাতে দেওয়া যাবে না। কান্নারত অবস্থায় কিংবা জোর করে শিশুকে ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। সবগুলো ভিটামিন 'এ' ক্যাপসুল একসঙ্গে কেটে রাখা যাবে না। ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ভেতরের সম্পূর্ণ তরল শিশুকে খাওয়াতে হবে। কোনোভাবেই পুরো ক্যাপসুল শিশুকে খাওয়ানো যাবে না। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার কানিজ ফারহানা রহমান রেশমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা ও প্রশিক্ষণ কর্মকর্তা ওমর ফারুক, মৈত্রী মিডিয়ার সভাপতি মাহবুবর রহমান বাদল, সিনিয়র সাংবাদিক বোরহানুস সুলতান, বেলাল খান, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলন সহ অন্যরা।
|