শিরোনাম: |
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. আজকের শেয়ারবাজার
|
![]() ৬৬ লক্ষ ৫৫ হাজার ৬৯৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৪ কোটি ৫৬ লাখ ৮৮হাজার ৫৬৮ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯.৫৫ পয়েন্ট বেড়ে ৫২২৫.৬১ ডিএস-৩০ মূল্য সূচক ১.৯৩ পয়েন্ট বেড়ে ১৯০১.৫৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৩৩ পয়েন্ট কমে ১১৬৫.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- তৌফিকা ফুড, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, বীচ হ্যাচারী, স্কয়ার ফার্মা, হাক্কানি পাল্প, বিডি থাই, রবি আজিয়াটা, আলিফ ইন্ডাঃ ও খান ব্রাদার্স পিপি। দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- এসআলম কোল্ড, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট ইন্সুঃ, ডিজিআইসি, কন্টিনেন্টাল ইন্সুঃ, প্রিমিয়ার সিমেন্ট, ইস্কয়ার নিটিং, ইবিএল ১ম মি. ফা., প্রভাতি ইন্সুঃ ও ডিবিএইচ ১ম মি. ফা.। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- রিলায়েন্স ইন্সুঃ মি. ফা., খান ব্রাদার্স পিপি, ইসলামিক ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, পিএইপি ১ম মি. ফা., মিরাকেল ইন্ডাঃ, লিন্ডে বিডি, আইএসএন লিঃ, তসরীফা ইন্ডাঃ ও প্রিমিয়ার লিজিং। আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৫৫৭০৬৪০৮১৮০.২০
|