সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
শিরোনাম: প্রত্যাহারের জন্য সুপারিশকৃত রাজনৈতিক মামলার তালিকা প্রকাশের সিদ্ধান্ত      সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে - কায়সার কামাল      ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ      দ্রুতই জুলাই সনদ তৈরি হবে - আলী রীয়াজ      রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ''উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক''      সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে - ফয়জুল করীম      স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ      
প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:১৭ এএম |

প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের উদ্যোগে ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন করা হয়েছে। ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, সকাল ৯.৩০টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের থিম ছিল ‘ম্যাথমেটিক্স, আর্টস এন্ড ক্রিয়েটিভিটি’। বিভাগের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও গণিত বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, আজকের বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ব। আজকের বিশ্বের ভিত্তি গণিতের উপর। তিনি উল্লেখ করেন, মানুষের ভেতরে অসীম শক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে। সেই শক্তিকে জাগ্রত করে যাবতীয় বাধাকে অতিক্রম করে সাফল্য অর্জন করতে হয়। গণিতের মতো জটিল ও কঠিন বিষয় অধ্যয়নে শিক্ষার্থীদের এই কথা মনে রাখতে হবে। তিনি আরও বলেন, প্রয়োজনমাফিক কাজ করে কখনো বড় হওয়া যায় না। বড় হতে হলে প্রয়োজনের অতিরিক্ত কাজ অবশ্যই করতে হবে।  
তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন ভাষার প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন রয়েছে গণিতেরও। তিনি গণিতকে বিজ্ঞান ও প্রযুক্তির ভাষা উল্লেখ করে বলেন, গণিত ব্যবহার করে আমাদের আশপাশের সবকিছুকে ব্যাখ্যা করা যায়। তিনি বেসিক সায়েন্সের বিষয়গুলো কীভাবে বিস্তার করা যায়, সে-ব্যাপারেও কথা বলেন।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া গত একবছরে গণিত বিভাগ আয়োজিত সকল ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণের আগে গণিত বিভাগের একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারাধন কুমার মহাজন, সহকারী অধ্যাপক মামুন-অর-রশিদ, প্রভাষক মো. মাহবুবুর রহমান, সুমাইয়া ইয়াসমিন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com