সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
শিরোনাম: প্রত্যাহারের জন্য সুপারিশকৃত রাজনৈতিক মামলার তালিকা প্রকাশের সিদ্ধান্ত      সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে - কায়সার কামাল      ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ      দ্রুতই জুলাই সনদ তৈরি হবে - আলী রীয়াজ      রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ''উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক''      সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে - ফয়জুল করীম      স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ      
সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত থাকলে আছিয়ার মত আর কাউকে ধর্ষিতা হতে হবে না মোবারক হোসাইন
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:২২ পিএম |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত থাকলে আছিয়ার মত আর কাউকে ধর্ষিতা হতে হবে না। নারীরা সমাজে নিরাপত্তা, সম্মান ও ইজ্জতের সাথে বসবাস করতে পারবে। তাদের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না। 

তিনি আরও বলেন, মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে তাকওয়ার গুণাবলি অর্জনের জন্য। রোজা মানুষের মাঝে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর ভয় সৃষ্টি করে। আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের রোজা যেন শুধু অভুক্ত থাকা না হয়। রোজা পালনের মাধ্যমে আমরা যেন সুন্দর মানুষ এবং সৃষ্টির সেরা মাখলুকাত হতে পারি। 

১৪ মার্চ শুক্রবার ঢাকা মহানগরীর মোহাম্মদপুর সাংগঠনিক পূর্ব থানার ৩২ নং পূর্ব ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত ‘মানবিক সমাজ গঠনে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। থানা কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড সভাপতি হাওলাদার আহমদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির সদস্য সচিব জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমির, মোহাম্মদপুর পূর্ব থানা, থানা সেক্রেটারি আনিসুর রহমান, আব্দুল হাদী, মাওলানা সিরাজুল ইসলাম, মশিউর রহমান, ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com