শিরোনাম: |
ইনকিলাব মঞ্চের পদযাত্রা প্রত্যাহার, 'নতুন কর্মসূচি ঘোষণা'
|
![]() রবিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় তারা পদযাত্রা কর্মসূচি প্রত্যাহার করেন। পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি ঘোষণা করে ২ দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর উসমান হাদী। ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো- ১. জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার করতে হবে। ২. গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কর্মসূচি ঘোষণা করে শরীফ উসমান হাদী বলেন, ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় আওয়ামী লীগের নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগে ‘শহীদী সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদের বাবা মায়েরা, শাপলার শহীদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদের সন্তানেরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব।
|