শিরোনাম: |
নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার ইফতার মাহফিল ও সংবর্ধনা
সাইফুল ইসলাম মানিক নীলফামারী।
|
![]() বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার ও নব নির্বাচিত জেলা আইনজীবী সমিতির সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে শহরের আশা কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও নব নির্বাচিত আইনজীবীদের সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার আমীর অধ্যক্ষ মাও. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, জামায়াত ইসলামী জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ড. খায়রুল আনাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরীসহ নেতাকর্মী, প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় নীলফামারী জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমমিটির নেতাদের ক্রেস প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
|