সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
শিরোনাম: প্রত্যাহারের জন্য সুপারিশকৃত রাজনৈতিক মামলার তালিকা প্রকাশের সিদ্ধান্ত      সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে - কায়সার কামাল      ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ      দ্রুতই জুলাই সনদ তৈরি হবে - আলী রীয়াজ      রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ''উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক''      সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে - ফয়জুল করীম      স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ      
সমাজতন্ত্র রাষ্ট্র গঠনে বাকশালী ষ্টাইলে সকল নেতৃত্ব দেয়ার কারণে মানুষ জিম্মি হয়েছিল: জামায়াত নেতা খলিলুর রহমান
চায়না শেখ মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:৫১ এএম |

বাংলাদেশ জামায়েত ইসলামী ফরিদপুর অঞ্চলের টীম সদস্য মাওলানা খলিলুর রহমান বলেছেন, ‘সমাজতন্ত্র রাষ্ট্রগঠনে বাকশালী ষ্টাইলে সকল নেতৃত্ব দেয়ার কারণে মানুষ জিম্মি হয়েছিল। দেশকে স্বৈরশাসক থেকে মুক্ত করার পর এখন আমাদের এক থাকতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে দেশকে স্বৈরশাসক থেকে মুক্ত করা হয়েছে আমাদের মধ্যে একতা না থাকলে আবারো ফ্যাসিষ্ট দেশে চলে আসবে। তিনি রবিবার (১৬ মার্চ) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে যাকাত’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  

জেলা আমীর মাওলানা মোখলেছুর  রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো: জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, হাজরাপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবু বক্কর সিদ্দিক, জামায়াত নেতা হাফেজ কে এম ইয়াদুল হক।

জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো: এনায়েত হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সহ অন্যরা।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com