শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্টিফেন মারাক (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্টিফেন মারাক ওই গ্রামের উপেন্দ্র চিরানের ছেলে। জানা গেছে স্টিফেন মারাক জীবিকার তাদিগে সিরাজগঞ্জে থাকতেন। এখানে থাকাকালীন সময়ে ২০০৬ সালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় ২০২০ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর থেকে তিনি পলাতক অবস্থায় ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী জারি করে। উক্ত গ্রেপ্তারী পরোয়ানা বলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বুধবার দুপুর আড়াইটার দিকে মরিয়মনগর তার নিজ বাড়ি স্টিফেন মারাককে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমীন বলেন বিকালে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০। e-mail: [email protected], web: 71sangbad.com