সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
শিরোনাম: প্রত্যাহারের জন্য সুপারিশকৃত রাজনৈতিক মামলার তালিকা প্রকাশের সিদ্ধান্ত      সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে - কায়সার কামাল      ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ      দ্রুতই জুলাই সনদ তৈরি হবে - আলী রীয়াজ      রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ''উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক''      সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে - ফয়জুল করীম      স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ      
শহীদ মীর মুগ্ধ র‌্যা‌পিড দাবায় আন্তর্জা‌তিক মাস্টার ফাহাদ রহমান অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৮:০৬ পিএম |

নিয়ামুল চেস একা‌ডে‌মি, ইউএসএ এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লা‌বের যৌথ আয়োজ‌নে বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশ‌নের হলরু‌মে অনু‌ষ্ঠিত "শহীদ মীর মুগ্ধ স্মৃ‌তি উন্মুক্ত রে‌পিড রে‌টিং দাবা প্রতি‌যো‌গিতা-২০২৫" এ ৯ খেলায় ৮.৫ প‌য়েন্ট পে‌য়ে আন্তর্জা‌তিক মাস্টার ফাহাদ রহমান অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন এবং তাহ‌মিদুল হক ৮ প‌য়েন্ট পে‌য়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন ক‌রে‌ছেন। বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশ‌নের সহ‌য়ো‌গিতায় গতকাল ১১ এপ্রিল, শুক্রবার জুলাই শহীদ মীর মু‌গ্ধের স্মর‌ণে দিনব‌্যাপী অনু‌ষ্ঠিত এই প্রতি‌যো‌গিতায় দে‌শের শীর্ষস্থানীয় দাবাড়ু‌দের সা‌থে সারা দেশ থে‌কে ১৮৪ জন দাবাড়ু অংশগ্রহন ক‌রেন। প্রতি‌যো‌গিতায় ৭.৫ প‌য়েন্ট ক‌রে পে‌য়ে টাইব্রেকিং‌য়ে জা‌বেদ আল আজাদ তৃতীয়, অনতা চৌধু‌রি চতুর্থ এবং স্বর্না‌ভো চৌধু‌রি পঞ্চম হ‌য়ে‌ছেন। ৭ প‌য়েন্ট ক‌রে পে‌য়ে টাইব্রেকিং‌য়ে ষষ্ঠ থে‌কে দশম হ‌য়ে‌ছেন যথাক্রমে ফি‌দে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক‌্যা‌ন্ডি‌ডেট মাস্টার মো: আবু হা‌নিফ, 
ফি‌দে মাস্টার মো: জা‌ভেদ, দ্বিন মো: স্বপন এবং দে‌লোয়ার হো‌সেন।

খেলা শে‌ষে উত্তরা সেন্ট্রাল চেস ক্লা‌বের প্রতিষ্ঠাতা সভাপ‌তি এবং বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশ‌নের সদস‌্য রাহাত হো‌সেনের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে বিজয়ী‌দের ম‌ধ্যে পুরস্কার বিতরণ ক‌রেন বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশ‌নের যুগ্ম সম্পাদক লোকমান হো‌সেন মোল্লা লাভলু, বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশ‌নের সদস‌্য আমিনুল ইসলাম আপেল, বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশ‌নের সদস‌্য আরিফুজ্জামান আরিফ এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লা‌বের সাধ‌ারণ সম্পাদক মো: মনজুর আলম।

প্রতি‌যো‌গিতায় বি‌ভিন্ন ক‌্যাটাগ‌রি‌তে পুরস্কার লাভ ক‌রেন আইয়ান রহমান, সংগ্রাম দাশ, ফারুক ম‌ল্লিক, মো: রা‌ব্বি হো‌সেন, ক‌্যা‌ন্ডি‌ডেট মাস্টার সো‌হেল চৌধু‌রি, আনোয়ার হো‌সেন দুলাল, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সা‌জিদ, ঐতিহ‌্য বড়ুয়া, ম‌হিলা ক‌্যা‌ন্ডি‌ডেট মাস্টার ওয়া‌রিসা খুশবু, ওয়া‌রিসা হায়দার এবং আলিশা হায়দার।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com