শিরোনাম: |
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত চার
![]() |
![]() অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত চার রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন ট্রাকে গান বাজছিল। পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক গান শুনতে শুনতে ঘুমচোখে ট্রাক চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি ডানদিকে গিয়ে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়ার কারণে অটোরিকশাটি প্রায় ২৫ গজ দুরে গিয়ে দুমড়ে-মুচড়ে পড়ে।’রাউজান থানার এসআই হুমায়ুন কবীর জানান, বুধবার ভোরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছে।তবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুমচোখে গাড়ি চালাচ্ছিলেন বলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। |