শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৬ মাঘ ১৪৩১
শিরোনাম: দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক       বিমান হারিয়ে গেল যুক্তরাষ্ট্রের আকাশে      একুশে বইমেলায় পরিচালক ওয়ালিদ আহমেদের দুটি বই       আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি নাগরিকে পুঙ্গ করে রেখেছিল -ড. শফিকুল ইসলাম মাসুদ       চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন : ড. ইউনূস      পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে : ডা শফিকুর রহমান      বেসিক ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি গ্রেফতার       
উনি মেজর ডালিম না: সালমান মুক্তাদির
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৭:০১ পিএম |

সামাজিক মাধ্যমজুড়ে দিনভর চলছে মেজর ডালিমকে নিয়ে আলোচনা। ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম)।  প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে হাজির হন তিনি। তার এই উপস্থিতি এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয়। তবে মেজর ডালিমের এই উপস্থিতি নিয়ে কেউ কেউ সংশয়ও প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন উনি মেজর ডালিম নন। 


‘সাহায্য চাইলেও কেউ সাড়া দেয়নি’ সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী‘সাহায্য চাইলেও কেউ সাড়া দেয়নি’ সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী
এসব নিয়ে সামাজিক মাধ্যমে যখন চলছে মিশ্র প্রতিক্রিয়া, তখনই অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির নিজের ফেসবুক হ্যান্ডেলে বললেন, এটা মেজর ডালিম না। তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে ইংরেজি বর্ণমালায় লিখেছেন, ফার্স্ট অফ অল, এটা মেজর ডালিম না। চেক কমেন্ট ফর মোর।


অর্থাৎ, প্রথমত এটা মেজর ডালিম না। আরো জানার জন্য মন্তব্য বাক্স দেখুন। মন্তব্য বাক্সে গিয়ে দেখা গেল সালমান মুক্তাদির একটি লিঙ্ক শেয়ার করেছেন। ওই লিঙ্কে ক্লিক করে দেখা গেল এটি একটি পোশাক কোম্পানির ওয়েবসাইট। 


আপনারা কোনোদিন ক্ষমতায় যেতে পারেননি, পারবেনও না: ইশরাকআপনারা কোনোদিন ক্ষমতায় যেতে পারেননি, পারবেনও না: ইশরাক
তবে সালমান মুক্তাদিরের এমন কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন নেটিজেনরা। তারা বলছেন, এভাবে বোকা বানানো ঠিক হয়নি। কেউ কেউ নানা আলোচনা শুরু করে দিয়েছেন মন্তব্য বাক্সেই।


এদিকে, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম)।  লাইভে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম।


আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়: ইমন চক্রবর্তীআমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়: ইমন চক্রবর্তী
শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম (পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল) সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। ৭৫ পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com